বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানে ডাকাতের হামলায় ১১ পুলিশ নিহত

যাযাদি ডেস্ক
  ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
পাকিস্তানে ডাকাতের হামলায় ১১ পুলিশ নিহত

পাকিস্তানের পাঞ্জাব-সিন্ধু সীমান্তের কাছে মাচকা এলাকায় ডাকাতদের রকেট হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত ও ৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার গভীররাতে এ হামলার ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ডাকাতের সন্ধানে রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা।

কাচা (নৌমারী) এলাকার একটি ক্যাম্প থেকে ফেরার পথে পুলিশের দুটি গাড়ির একটি রাস্তার কাদায় আটকে যায়। সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেডও ব্যবহার করে।

হামলার পর কয়েকজন পুলিশ নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার সময় দুই গাড়িতে কতজন পুলিশ সদস্য ছিলেন তা স্পষ্ট নয়। তবে শেখ জায়েদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক ডা. মুহাম্মদ জুবায়ের বলেছেন, ১৬ জন হতাহতের খবর পেয়েছেন তারা। তিনি বলেন, তারা আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে সম্পূর্ণ প্রস্তুত এবং জরুরি বিভাগের কর্মীদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকজন ডাকাত নিহত হওয়ার পর স্থানীয় জেলা পুলিশকে পাল্টা হামলার হুমকি দেওয়া হয়েছিল।

এর আগে জুলাই ও আগস্টে দুই দফা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়। তথ্যসূত্র : ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে