কুয়ালালামপুরে ব্যস্ত সড়কের ফাটল নিখোঁজ নারী

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ব্যস্ত সড়কে হঠাৎ করে তৈরি হওয়া প্রায় আট মিটার গভীর একটি ফাটলে পড়ে যাওয়া এক নারীকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ। নিখোঁজ ৪৮ বছর বয়সি এই নারী ভারতীয় নাগরিক। শুক্রবার তিনি কুয়ালালামপুরের জলান ইনডিয়া মসজিদ রোডে একটি রাস্তার ধারে বসে ছিলেন। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, মাটির নিচে হঠাৎ করে মাটি ধসে পড়ায় তিনি ফাটলে তলিয়ে যান। তথ্যসূত্র : বিবিসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা সিঁড়ি, হাতুড়ি ও মাটি খননের যন্ত্র দিয়ে ফাটলে প্রবেশের চেষ্টা করছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানান, সাধারণত ভূগর্ভস্থ পানির কারণে শিলার ক্ষয় হয় এবং এর ফলে এই ধরনের ফাটলের সৃষ্টি হয়। যদিও মানুষের আহত হওয়ার ঘটনা খুবই বিরল। ২০১০ সালে কানাডার মন্ট্রিয়লের কাছে একটি ফাটলে একটি পরিবারের চারজন সদস্য মারা যান। এটি সাম্প্রতিক সময়ে এমন ধরনের সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে গণ্য করা হয়।