হেলিকপ্টার দুর্ঘটনা দুর্যোগপূর্ণ আবহাওয়াসহ ওজন প্রধান কারণ
প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
চলতি বছরের মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। সেই দুর্ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি। প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর ওজনকে প্রধান কারণ হিসেবে উলেস্নখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের জন্য আবহাওয়া অনুপযুক্ত ছিল এবং হেলিকপ্টারে নির্ধারিত
যাত্রীর চেয়ে অন্তত দুজন বেশি ছিলেন, যা দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
গত মে মাসে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুলস্নাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি ও প্রদেশের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুলস্নাহ মোহাম্মদ আলি আলে-হাশেমও হেলিকপ্টারে ছিলেন।
এর আগে ২৩ মে দেশটির সেনাবাহিনী প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল, যেখানে কোনো পক্ষের হস্তক্ষেপ বা হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে উলেস্নখ করা হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনেও এই তথ্য আবার নিশ্চিত করা হয়।
ইব্রাহিম রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট ছিলেন এবং বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলস্নাহ আলি খামেনির ঘনিষ্ঠজন এবং দেশের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচিত ছিলেন। তথ্যসূত্র : জিও নিউজ