বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তান ঘোষণা হচ্ছে অর্থনীতি চাঙার পরিকল্পনা

যাযাদি ডেস্ক
  ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উলেস্নখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, শিগগিরই পাঁচ বছরের একটি নিজস্ব অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করা হবে। মূলত অর্থনীতিকে চাঙা করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার ইসলামাবাদে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, 'নিজস্ব অর্থনৈতিক প্রোগ্রাম' কৃষি, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য অব্যবহৃত খাতকে উন্নীত করার মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙা করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তিনি বলেন, অংশীদারদের সঙ্গে মাসব্যাপী আলোচনার মাধ্যমে কর্মসূচির বিস্তৃত প্যারামিটার এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।

শাহবাজ বলেন, 'এতে দারুণ কাজ হয়েছে। আগামী এক সপ্তাহে আমরা এটি চূড়ান্ত করব। আমি আগামী পাঁচ বছরের জন্য কর্মসূচি ঘোষণা করতে জনগণের কাছে যাব।

ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর) ও বিদু্যৎ খাতে সংস্কারের চ্যালেঞ্জগুলো তুলে ধরে শাহবাজ বলেন, 'আমি ব্যক্তিগতভাবে এফবিআরের ডিজিটাইজেশন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছি।' তাছাড়া সরকার বিদু্যৎ খাতের সংস্কারের ফলের বিষয়ে আশাবাদী বলেও জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো জাদুর কাঠি নেই। এটা পরিশ্রম, ত্যাগ, রক্ত ??ও ঘামের বিষয়। ইনশাআলস্নাহ, আমরা ভালো কিছু পাব। তথ্যসূত্র : জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে