ত্রিপুরায় বন্যায় ১০ মৃতু্য, আশ্রয়কেন্দ্রে ৩৪ হাজার মানুষ
প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বুধবার ১০ জনের মৃতু্য হয়েছে। সেখানকার আট জেলার আশ্রয়কেন্দ্রে গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। এই বন্যায় এরই মধ্যে কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি
কর্মকর্তারা বলছেন, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় ১২ বছরের এক কিশোরীসহ ১০ জন মারা গেছেন। কর্মকর্তারা বলছেন, ত্রিপুরায় সবশেষ ৪৮ ঘণ্টায় ভূমিধস ও অবিরাম বর্ষণে ডুবে একই পরিবারের তিনজনসহ ৯ জনের মৃতু্য হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে, রাজ্য প্রশাসনের অনুরোধের পর আসাম রাইফেলসের সদস্যদের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে একজন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন।
সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম ও মেঘালয় এবং ভারতে অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে।