গাজায় যুদ্ধবিরতি
ইসরাইলকে 'রাজি' করিয়ে বিস্নংকেন ছুটলেন মিসর-কাতারে
নেতানিয়াহু আমেরিকার উত্থাপিত প্রস্তাব মেনে নিয়েছেন ইসরাইলকে গণহত্যার জন্য সময় দিচ্ছে আমেরিকা : হামাস
প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ করতে আমেরিকা যে সংশোধিত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তা 'মেনে' নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন। এরপর তিনি গেছেন মিসরে। তথ্যসূত্র : এএফপি, রয়টার্স, টাইমস অব ইসরাইল, আল-জাজিরা
ইসরাইলকে রাজি করানোর পরই মার্কিন এ শীর্ষ কূটনীতিক ছুটে গেছেন মিসরে। মঙ্গলবার তিনি ইসরাইলের তেল আবিব থেকে মিসরের এল-আলামিন শহরে গিয়ে পৌঁছান। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত শহরটি ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে। সেখানে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘনিষ্ট মিত্র মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসির সঙ্গে বৈঠক করেন। তবে এই বৈঠক সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষ করে বিস্নংকেন যাবেন কাতারে। সেখানে তিনি যুদ্ধবিরতির তিন মধ্যস্থতাকারী দেশের হামাসকে রাজি করানোর বিষয়ে কথা বলবেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের ভূখন্ডে প্রবেশ করে হামাসের ভয়াবহ হামলার ঘটনার পর এ নিয়ে ৯ বার মধ্যপ্রাচ্য সফরে গেলেন বিস্নংকেন। ১০ মাস ধরে চলা এই যুদ্ধ থামাতে এবার প্রচেষ্টা চালাচ্ছে- মিসর, কাতার ও আমেরিকা।
এর আগে ইসরাইলে সফররত বিস্নংকেন বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকার উত্থাপিত সংশোধিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছেন। এখন হামাসকে অবশ্যই তা গ্রহণ করতে হবে। নেতানিয়াহু জানিয়েছেন, তার সঙ্গে বিস্নংকেনের বৈঠক সফল হয়েছে। এ সময় কেউ যেন এমন কোনো কাজ না করে, যাতে প্রস্তাবটি বানচাল হয়ে যায়।
ইসরাইলকে গণহত্যার জন্য সময় দিচ্ছে আমেরিকা : হামাস
এদিকে, যুদ্ধবিরতি আলোচনার কথা বলে ইসরাইলকে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছে আমেরিকা। সোমবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে হামাস এ অভিযোগ করে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন ঘোষণা দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকেও ওই চুক্তির প্রস্তাব গ্রহণের কথা জানিয়েছেন তিনি। এরপরই আমেরিকাকে অভিযোগ করে এমন মন্তব্য করল হামাস। বিস্নংকেনের প্রস্তাবটিতে নেতানিয়াহুর ইচ্ছারই প্রতিফলন ঘটেছে উলেস্নখ করে একে সেতুবন্ধের প্রস্তাব বলেছে হামাস।
গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরাইলের নতুন শর্তের বিশদ বিবরণ প্রকাশ করেছে হামাস। সেই সঙ্গে গত ৩১ মে জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি এবং ১১ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত চুক্তিতে স্বাক্ষর করতে নেতানিয়াহুকে চাপ দেওয়ার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছে তারা।
এর আগে ইসরাইলি বন্দিদের মুক্তি ও গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনাকে 'সম্ভবত শেষ' সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন বিস্নংকেন। বিস্নংকেন বলেছেন, 'এটা নির্ণায়ক মুহূর্ত। যুদ্ধবিরতি করে বন্দিদের ঘরে ফেরানোর এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না।'