ডেমোক্রেট সম্মেলন শুরু

গাজা ইসু্যতে বিভক্তির আশঙ্কা

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন সোমবার শুরু হয়েছে। এ সম্মেলনেই দলের মনোনীত প্রার্থী হিসেবে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন ডেমোক্রেটরা। তবে গাজা ইসু্যতে দলীয় ঐক্য হুমকির মুখেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র : বিবিসি বৃহস্পতিবার সম্মেলনের শেষদিনে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে। ওইদিন তিনি তার বক্তব্য পেশ করবেন। তবে তার আগে সম্মেলনকে ঘিরে গাজা ইসু্য নিয়ে বড় ধরনের বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান সম্মেলনেও বিক্ষোভ করেছিল ফিলিস্তিনপন্থিরা। গাজা ও ইসরাইল বিষয়ে এখনো কোনো স্পষ্ট নীতি প্রকাশ করেননি কমলা হ্যারিস। ফলে কমলা হ্যারিসের প্রচারণা শিবির ও ডেমোক্রেটিক পার্টি কীভাবে ইসরাইলের প্রতি সংবেদনশীল নীতি এবং গাজার সংঘাতকে মোকাবিলা করবে, তা এখনো অস্পষ্ট। বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্যও করেনি কমলার প্রচারণা শিবির। গত ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যে কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তারপরও প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল প্রীতি ভালোভাবে নিচ্ছেন না অনেকেই।