বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

গাজায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি আগ্রাসন
যাযাদি ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
গাজায় আরও ১৭ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের ছিটমহল গাজার মধ্যাঞ্চলীয় শহর জাওয়াইদায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত ও আরও বহু আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কমর্র্কতারা জানিয়েছেন, শনিবারের এই হামলায় নিহতদের অধিকাংশই একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে আট শিশু ও চারজন নারী রয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স, আল-জাজিরা

নিহতদের প্রতিবেশী আবু আহমেদ হাসান বলেন, 'তারা তাদের বিছানায় ঘুমিয়ে ছিলেন, তখন তিনটি ক্ষেপণাস্ত্র তাদের বাড়িতে আঘাত হানে। সেখানে কোনো ধরনের সামরিক তৎপরতা ছিল না।'

ওই বাড়ির মালিক একজন পরিচিত বণিক ছিলেন বলে জানিয়েছেন তিনি।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এমন একটি এলাকায় সামরিক লক্ষ্যে আঘাত হেনেছে, যেখান থেকে তাদের সেনাদের ওপর রকেট ছোড়া হচ্ছিল। সেখান থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল তারা। তবে যে ঘটনাটি ঘটেছে, সেটি পর্যালোচনা করে দেখছে তারা।

শনিবার সামাজিক মাধ্যম 'এক্সে' আরবিতে করা এক পোস্টে ইসরাইলের সামরিক মুখপাত্র গাজার মধ্যাঞ্চলের কয়েকটি অংশের বাসিন্দাদের সরে নির্ধারিত মানবিক এলাকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি জানিয়েছিলেন, ফিলিস্তিনি যোদ্ধারা ওই এলাকাগুলো থেকে রকেট ছুড়ছে আর সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জাওয়াইদার নিকটবর্তী মাগাজি এলাকাও ওই নির্দেশিত এলাকার মধ্যে পড়েছে। তবে জাওয়াইদার কোনো এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে কিনা বা ওই এলাকার লোকজন ইসরাইলি সামরিক বাহিনীর এ ধরনের কোনো নির্দেশনা পেয়েছিলেন কিনা, তাৎক্ষণিকভাবে তা যাচাই করা যায়নি।

মাগাজির বাসিন্দারা জানিয়েছেন, হাজার হাজার মানুষ এলাকাটি থেকে সরে যাচ্ছেন। ইসরাইলি বাহিনী 'মানবিক জোন' হিসেবে ঘোষণা করেছিল, এতে খান ইউনিস শহরের দক্ষিণাংশের দুটি অংশও আছে, কিন্তু এখন সেই অংশ দুটিকে বিপজ্জনক বলে মনে করছে তারা। ওই অংশ দুটি থেকে ফিলিস্তিনি যোদ্ধারা নিয়মিতভাবে রকেট ছুড়ছে- এমন অভিযোগ করে শুক্রবার সেখান থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী।

জাতিসংঘের মানবিক-বিষয়ক সমন্বয়কের দপ্তর (ওসিএইচএ) বলেছে, ইসরাইলের শুক্রবারের আদেশে প্রায় এক লাখ ৭০ হাজারের বেশি বাস্তুচু্যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

বোমায় উড়ে গেল দুই

ইসরাইলি সেনা

এদিকে, গাজা উপত্যকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় দখলদার ইসরাইলের দুই সেনার মৃতু্য হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরাইলি সংবাদমাধ্যম 'টাইমস অব ইসরাইল' জানিয়েছে, গাড়ি নিয়ে যখন তারা যাচ্ছিলেন, তখন গাজার মধ্যাঞ্চলে (কথিত) নেতজারিম করিডোরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে এই দুইজন নিহত ও বাকিরা আহত হয়।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের যে যোদ্ধা বোমাটি পুঁতেছিলেন তিনি ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়েন। সফলভাবে বোমার বিস্ফোরণ ও গুলি ছুড়ে সেখান থেকে নিরাপদে সরে যান এই হামাস সদস্য।

শনিবার এই দুইজনের মৃতু্যর মাধ্যমে গাজায় স্থল হামলা চালানোর পর দখলদার ইসরাইলের সেনাদের মৃতু্যর সংখ্যা ৩৩৪ জনে পৌঁছেছে। এর আগে ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে আরও তিন শতাধিক সেনাকে হত্যা করেছিল হামাসের যোদ্ধারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে