কলকাতার আরজি কর হাসপাতালে এক শিক্ষানবিস চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারতে চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি চলছে। চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইনডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এই কর্মবিরতির ডাক দিয়েছে। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
আইএমএ জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের 'নন-ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস' বন্ধ রাখা হয়েছে। ফলে শনিবার আউটডোর খোলেনি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আপৎকালীন পরিষেবা ছাড়া ২৪ ঘণ্টা সবরকম পরিষেবা দেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকরা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখে আইএমএ তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেছে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার রুমালিকা কুমার ও রিয়া বেরা অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তাদের ন্যায়বিচারের দাবি এখনো পূরণ হয়নি। উপযুক্ত প্রমাণসহ সব দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে রুমালিকা কুমার বলেন, 'অস্বচ্ছতার কারণেই পুলিশ থেকে তদন্তভার সিবিআইর হাতে দেওয়া হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আমাদের দাবি পূরণ হয়নি।'