লেবাননে হামলা চালিয়ে ১০ জনকে হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলের উত্তরাঞ্চলে অন্তত ৫৫টি রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহ। এতে ইসরাইলের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় আগুন লেগেছে। এই আগুন ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম 'টাইমস অব ইসরাইল'। তথ্যসূত্র : টাইমস অব ইসরাইল, আল-জাজিরা, রয়টার্স
শনিবার সকালে লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে হামলা চালায় ইসরাইলি সেনারা। হামলায় অন্তত ১০ জনের মৃতু্য হয়েছে। যার মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যম। এই হত্যাকান্ডের প্রতিশোধ নিতে এরপর পাল্টা রকেট হামলা চালায় হিজবুলস্নাহ। সশস্ত্র এই গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, রকেট হামলা চালানো হয়েছে ইসরাইলের আয়েলাত হাসাহার নামে এলাকায়। এই এলাকাটিতে এর আগে কখনো হামলা চালানো হয়নি।
ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, লেবাননের রকেট হামলায় তাদের এক সেনা গুরুতর আহত এবং আরেকজন সামান্য আঘাত পেয়েছে। রকেট হামলার পর যেসব জায়গায় আগুন লেগেছে সেখানে এখন কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্সে' প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে হিজবুলস্নাহর ছোড়া রকেট ঠেকাচ্ছে ইসরাইলের আয়রন ডোম।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম 'টেলিগ্রামে' পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছে, নাবাতিয়েহ অঞ্চলে হিজবুলস্নাহর একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। অস্ত্রাগারটি ধ্বংস হয়েছে।