শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যা : পাল্টাপাল্টি কর্মসূচি বিভিন্ন দলের

যাযাদি ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যা : পাল্টাপাল্টি কর্মসূচি বিভিন্ন দলের

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবীশ নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিল বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভরত বিজেপির এসব নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সিজিও কমপেস্নক্সের বাইরে এ ঘটনা ঘটে। ওই সময় বিজেপির একাধিক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

এছাড়া সমাজবাদী ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) সঙ্গে হাজরায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তারাও চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করছিল।

এদিকে মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃতু্যর ঘটনায় দোষী ব্যক্তির চরম শাস্তির দাবিতে পথে নামছেন মমতা ব্যান্দ্যোপাধ্যায়ও। শুক্রবার বিকালে কলকাতার মৌলালির মোড় থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন মমতা।

অন্যদিকে হাসপাতালে শিক্ষানবীশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারতে শনিবার ২৪ ঘণ্টার জন্য দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইনডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-ইমারজেন্সি মেডিকেল সার্ভিস বন্ধ রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে