শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পশ্চিম তীরের গ্রাম জ্বালিয়ে দিল ইসরাইলি বসতকারীরা

যাযাদি ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
পশ্চিম তীরের গ্রাম জ্বালিয়ে দিল ইসরাইলি বসতকারীরা

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর এলাকার একটি গ্রামের বেশ কয়েকটি বাড়ি, দোকান ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে উগ্রপন্থি ইহুদি বসতকারীরা। তাদের হামলায় স্থানীয় একজন গ্রামবাসী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ নিয়ে সেখানে উত্তেজনা চলছে। তথ্যসূত্র : বিবিসি

আগুন হামলার শিকার হওয়া ওই গ্রামটির নাম জিত, অবস্থান পশ্চিম তীরের নাবলুস শহরে। বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে একদল বসতকারী গ্রামের ভেতর ঢুকে ইট-পাটকেল এবং মলোটভ ককটেল (হাতে বানানো পেট্রল বোমা) ছুড়তে থাকেন। তারপর এক পর্যায়ে বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া শুরু করেন। কী কারণে এই হামলা ঘটল তা এখনো জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আগুনে পুড়তে থাকা জিতের বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। সেগুলোতে দেখা গেছে, গ্রামটির বিভিন্ন জায়গা থেকে কুন্ডলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনার 'কঠোর নিন্দা' জানিয়ে এক বার্তায় বলেছেন, যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে এবং শাস্তির আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে