রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক্স (সাবেক টুইটার) প্রধান ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, যদি বাইডেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়টি আটকাতে পারতেন, তবে এই রক্তক্ষয়ী সংঘাত হতো না। ইউক্রেন যুদ্ধ নিয়ে তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের কথা হয়েছিল বলেও দাবি করেন ট্রাম্প। বলেন, 'ইউক্রেন (যুদ্ধ) নিয়ে আমরা কথা বলেছিলাম। আমি তাকে বলেছিলাম এটা করবেন না।' পুতিন তাকে শ্রদ্ধা করেন বলেও সাক্ষাৎকারে দাবি ট্রাম্পের। তথ্যসূত্র : রয়টার্স, এবিপি, বিবিসি
সাক্ষাৎকারে পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনেরও প্রশংসা করেছেন ট্রাম্প। দাবি করেছেন, এই তিন নেতাই দেশকে ভালোবাসেন। আমেরিকার বিরুদ্ধে 'খেলায়' ওই নেতারা এগিয়ে রয়েছেন বলেও দাবি দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউস দখলের লড়াইয়ে নামা ট্রাম্পের। তার কথায়, 'ওই নেতারা দেশকে ভালোবাসেন। তবে তাদের ভালোবাসার ধরন একটু আলাদা।' একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, 'পুতিন, শি জিনপিং এবং কিম জং-উনকে সামলাতে আমেরিকার একজন শক্তিশালী প্রেসিডেন্ট প্রয়োজন।'
বাইডেনের বয়স এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে 'দুর্বলতা'র দিকে ইঙ্গিত করে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে 'ঘুমন্ত' বলে কটাক্ষ করেন ট্রাম্প। দাবি করেন, তার সঙ্গে টেলিভিশন বিতর্কে শোচনীয় পরাজয়ের জেরেই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে যেতে বাধ্য হয়েছেন বাইডেন। সোমবার যান্ত্রিক ত্রম্নটির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ট্রাম্পের সাক্ষাৎকার সম্প্রচারিত হওয়া শুরু হয়। অতীতে ডেমোক্রেট পার্টির সমর্থক মাস্ক আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রকাশ্যেই রিপাবলিকান ট্রাম্পের পক্ষ নিয়েছেন। ট্রাম্পের প্রচারে মোটা অঙ্কের টাকাও ঢেলেছেন এই ধনকুবের।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে সোমবার সাক্ষাৎকার দেবেন ডোনাল্ড ট্রাম্প, এমন ঘোষণা আগেই দেওয়া ছিল। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে সেটা সরাসরি সম্প্রচারের সময়ও জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। আধা ঘণ্টার বেশি সময় পর হাজির হন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক।