শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

উগান্ডায় আবর্জনার স্তূপ ভূমিধসে নিহত ২১

যাযাদি ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
উগান্ডায় আবর্জনার স্তূপ ভূমিধসে নিহত ২১

উগান্ডার রাজধানী কাম্পালায় একটি বিশাল আবর্জনার স্তূপ ধসের পর নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে এই সংখ্যা আট ও পরে ১৭ জন বলে জানানো হয়েছিল।

কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির পর আবর্জনার স্তূপ ধসের এ ঘটনা ঘটে। এদিকে, ধসের পর বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে উদ্ধারকারীরা বর্জ্য খনন চালিয়ে যাচ্ছেন।

আনুমানিক ৪০ লাখ লোকের বাসস্থান কাম্পালার মেয়র এরিয়াস লুকওয়াগো বলেন, এটি ছিল এমন 'একটি বিপর্যয় (যেটি) ঘটতে বাধ্য' এবং 'অনেক মানুষ, আরও অনেকেই এখানে সমাহিত হয়ে থাকতে পারেন'।

দেশটির প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি কীভাবে 'সম্ভাব্য বিপজ্জনক স্তূপের' কাছাকাছি মানুষকে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল, তা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এটিকে 'বিপজ্জনক অঞ্চল' বলে অভিহিত করে লোকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভূমিধসের কারণে প্রায় এক হাজার লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অবশ্য, কতজন লোক ওই স্থানে বাস করছিলেন বা এর কাছাকাছি এলাকায় বাস করছিলেন কিনা, তা তিনি উলেস্নখ করেননি।

পুনরায় বিক্রি করা যায় মূলত এমন কিছুর সন্ধানে অনেকে আবর্জনার স্তূপের মধ্য দিয়ে ট্রলিং করে তাদের জীবিকা নির্বাহ করেন। উগান্ডা রেডক্রস অস্থায়ী আশ্রয়ের প্রয়োজনে তাঁবু সরবরাহ করছে। এএফপি, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে