শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এবার অন্য মামলায় সুপ্রিম কোর্টে কেজরিওয়াল

যাযাদি ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আবগারি মামলায় গ্রেপ্তার হয়ে তিহার জেলে রয়েছেন ভারতের দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিলিস্ন হাইকোর্টে জামিনের আবেদন করেও লাভ হয়নি। কেজরির আবেদন খারিজ হয়ে গেছে। এবার অন্য এক মামলায় দিলিস্ন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। সোমবারই সেই মামলার শুনানি হবে। তথ্যসূত্র : এবিপি নিউজ

উলেস্নখ্য, ইউটিউবার ধ্রম্নব রাঠির ২০১৮ সালের একটি ভিডিয়ো রিটুইট করে বিপাকে পড়েছিলেন কেজরিওয়াল। তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল নিম্ন আদালতে। সেই মামলাতেই হাইকোর্ট কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল। নির্দেশে বলা হয়েছিল, কোনো মানহানিকর বিষয়বস্তু যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেন, তবে তিনিও সমান অভিযুক্ত। তা অবশ্যই শাস্তিযোগ্য।

২০১৯ সালে নিম্ন আদালত এ মামলা কেজরিওয়ালকে সমন পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছিল। যদিও তিনি হাজিরা এড়িয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তবে হাইকোর্টও নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখে। হাইকোর্টে কেজরিওয়াল জানিয়েছিলেন, তার রিটুইট করা বিষয়বস্তু কখনই অভিযোগকারী বা কারও ক্ষতি করার উদ্দেশে ছিল না। কিন্তু নিম্ন আদালত তা উপলব্ধি করতে পারেনি। যদিও কেজরির যুক্তি ধোপে টেকেনি হাইকোর্টে।

তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গত ২৬ ফেব্রম্নয়ারি সুপ্রিম কোর্টে কেজরিওয়াল জানান, ওই ভিডিও রিটুইট করে তিনি ভুল করেছিলেন। বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ নিম্ন আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। পাশাপাশি সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের কাছে জানতে চেয়েছিল, তিনি অভিযোগকারীর কাছে ক্ষমা চাইতে চান কি না।

প্রসঙ্গত, দিলিস্নর আবগারি মামলায় ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। মাঝে লোকসভা নির্বাচনের সময় সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্র্বর্তী জামিন পেয়ে কয়েক দিনের জন্য বাইরে এসেছিলেন। গত ২ জুন আবারও আত্মসমর্পণ করেন কেজরিওয়াল। অন্যদিকে, জামিন চেয়ে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্টে একাধিকবার আবেদনও করেন তিনি। দিন কয়েক আগে সুপ্রিম কোর্ট ইডির মামলায় কেজরিওয়ালকে জামিন দেয়। তবে জেলে থাকাকালে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইর মামলায় জামিন চেয়ে দিলিস্ন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরি। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়। এ মামলায় তিনি সুপ্রিম কোর্টে যাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে