শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ট্রাম্পের প্রচারণা শিবিরের তথ্য হ্যাক

  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
ট্রাম্পের প্রচারণা শিবিরের তথ্য হ্যাক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির বলেছে, তাদের কিছু অভ্যন্তরীণ তথ্য হ্যাক করা হয়েছে। আর এই হ্যাকিংয়ের পেছনে ইরানকে দায়ী করেছে তারা। শনিবার (১০ আগস্ট) এ অভিযোগ করে ট্রাম্পের প্রচার শিবির।

মার্কিন সংবাদ ওয়েবসাইট 'পলিটিকো' শনিবার জানিয়েছে, ট্রাম্পের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের অভ্যন্তরীণ গবেষণাসহ প্রচারাভিয়ানের নানা তথ্য ই-মেইলের মাধ্যমে তাদের হাতে আসে। অজ্ঞাত উৎস থেকে পাওয়া এই নথিগুলোর সত্যতা যাচাই করেছে পলিটিকো।

তবে তথ্য ফাঁসের সঙ্গে ইরানি হ্যাকার বা ইরান সরকারের জড়িত থাকার কোনো বিবরণ বা প্রমাণ দেয়নি প্রচারণা শিবির। অবশ্য মাইক্রোসফট এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে, ইরানি হ্যাকাররা গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণাকে হ্যাকিংয়ের জন্য লক্ষ্যবস্তু বানিয়েছিল। এর পরদিন এক বিবৃতিতে হ্যাকিংয়ের জন্য ইরানের দিকে আঙুল তুলল ট্রাম্পের প্রচারণা শিবির।

ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন চিউং এক বিবৃতিতে বলেন, ইরান জানে যে, ট্রাম্প হোয়াইট হাউসে গেলে তার প্রথম চার বছরের মেয়াদের মতোই তাদের সন্ত্রাসের রাজত্ব বন্ধ করবেন। এজন্যই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করেছিল তারা। এসব নথি আমেরিকার প্রতি বৈরী বিদেশি শক্তির কাছ থেকে অবৈধভাবে পাওয়া গিয়েছিল বলেও জানান তিনি।

মাইক্রোসফট ২০২০ সালের নির্বাচনের সময়ও একই রকম প্রতিবেদন প্রকাশ করেছিল যে, ইরানি হ্যাকাররা প্রেসিডেন্টের প্রচারাভিযানকে লক্ষ্যবস্তু করেছে।

গত জুলাইয়ে নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছিলেন ট্রাম্প। যদিও এর সঙ্গে ইরানের সম্পৃক্ততার কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তারপরও গত মঙ্গলবার সাবেক প্রেসিডেন্টসহ সম্ভাব্য মার্কিন কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে ইরানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এক পাকিস্তানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ।

হ্যাকিংয়ের বিষয়ে বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জাতিসংঘের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে জাতিসংঘে ইরানের মিশন বলেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। কখনোই এতে হস্তক্ষেপ করে না ইরান।

তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে