ইউক্রেনের সঙ্গে তিনটি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া। গত কয়েকদিন ধরে রুশ ভূখন্ডে ইউক্রেনের হামলা মোকাবিলায় শনিবার এ সিদ্ধান্ত নেয় রাশিয়া। তথ্যসূত্র : রয়টার্স
গত মঙ্গলবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনীয় সেনারা। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর হামলা শুরুর পর রুশ ভূখন্ডে কিয়েভের সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে।
রাশিয়ার শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ অবশ্য বলেছেন, ইউক্রেনীয় সেনার অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইউক্রেনের বাহিনীকে সীমান্তে পেছনে ঠেলে দিতে ব্যর্থ হয়েছে তারা। তবে কুরস্কে আরও আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে রুশ সেনাবাহিনী। এরই মধ্যে সেখানে অতিরিক্ত ট্যাংক, সেনা, গোলাবারুদ ও রকেট সিস্টেম পাঠানো হয়েছে।
কুরস্কে হামলার বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে ইউক্রেনীয় সংবাদ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সীমান্ত শহর সুদজার একটি গ্যাস ক্ষেত্র দখল করেছে সেনারা।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, কুরস্কের পারমাণবিক বিদু্যৎকেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সেনারা। কেন্দ্রটি দক্ষিণ রাশিয়ায় বিদু্যৎ সরবরাহ করে।