শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

গাজায় নিহত আরও ২২ ফিলিস্তিনি, প্রাণহানি বেড়ে প্রায় ৪০ হাজার

যাযাদি ডেস্ক
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
গাজায় নিহত আরও ২২ ফিলিস্তিনি, প্রাণহানি বেড়ে প্রায় ৪০ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরাইলি বর্বর হামলায় আরও ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজারে (৩৯ হাজার ৭০০) পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সাড়ে ৯১ হাজারের বেশি ফিলিস্তিনি। তথ্যসূত্র : আনাদোলু

অবরুদ্ধ এই ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, বিরামহীন এই হামলায় আরও অন্তত ৯১ হাজার ৭২২ জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২২ জন নিহত এবং আরও ৭৭ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের হস্তান্তরের জন্য আগামী ১৫ আগস্ট হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যুদ্ধের মধ্যস্থতাকারী তিন দেশ আমেরিকা, মিসর ও কাতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে