ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার শীর্ষস্থানীয় বিরোধী রাজনীতিবিদ উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে। দীর্ঘদিন দুর্নীতির তদন্তে তাকে গত বছর আটক করা হয়েছিল।
দিলিস্নর উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (৫২), বিরোধী আম আদমি পাটির (আপ) মদের অনুমোদন দেওয়ার সময় 'কিকব্যাক' নেওয়ার অভিযুক্ত বেশ ক'জন নেতার মধ্যে তিনি একজন।
দলের প্রধান নেতা ও দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মার্চ থেকে একই অভিযোগে কারাগারে রয়েছেন। জাতীয় নির্বাচনের সময় প্রচারণার জন্য অল্প সময়ের জন্য তাকে মুক্তি দেওয়া হয়। উভয় নেতাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার হিন্দু-জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
আপ নেতারা বলেন, জামিন লাভের আদেশটি দলের জন্য একটি বড় বিজয়। সিসোদিয়াকে শুক্রবার রাতে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন। তথ্যসূত্র : এএফপি