শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

রাশিয়ায় ইউক্রেনের আন্তঃসীমান্ত হামলা, জরুরি অবস্থা জারি

যাযাদি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
রাশিয়ায় ইউক্রেনের আন্তঃসীমান্ত হামলা, জরুরি অবস্থা জারি

ইউক্রেনের বিরল আন্তঃসীমান্ত হামলার মুখে বুধবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর আলেক্সি স্মিরনভ বলেছেন, 'অঞ্চলটিতে শত্রম্নবাহিনী আসন্ন পরিণতি দূর করার জন্য' এই পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় ছিল। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন শিশু। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এই আক্রমণের গভীরতা অস্পষ্ট রয়ে গেছে। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স

মস্কো জানিয়েছে, মঙ্গলবার সকালে এক হাজার ইউক্রেনীয় সেনা, ১১টি ট্যাংক এবং ২০টির বেশি সাঁজোয়া যুদ্ধযান সুডজা শহরের কাছ দিয়ে রাশিয়ায় প্রবেশ করেছিল। মঙ্গলবার বেশ কয়েকটি গ্রামে লড়াই হওয়ার কথা জানা গেছে। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে চলাচল না করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সেখানে সব ধরনের জনসমাবেশও বাতিল করা হয়েছে।

কুরস্কে বেশ কয়েকটি বিমান সতর্কতা জারি করা হয়েছে। অনলাইনে প্রকাশিত ফুটেজে যুদ্ধবিমানগুলোকে এই অঞ্চলের ওপর দিয়ে উড়তে দেখা গেছে। এ সময় স্থলভাগ থেকে ধোঁয়া উঠতেও দেখা যায়। উলেস্নখ্য, ২০২২ সালের ফেব্রম্নয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরু হওয়ার পর থেকে রুশ ভূখন্ডে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ অত্যন্ত বিরল।

এদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামলা করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। বুধবার রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনীয় হামলা মোকাবিলা করছে। যুদ্ধ শুরুর পর রুশ সীমান্তের ভেতর এটিই সবচেয়ে বড় হামলা। তবে এ বিষয়ে ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার ইউক্রেন আক্রমণ শুরু করে এবং বুধবার রাতভর লড়াই চলতে থাকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী সুদঝা শহরের উত্তরের দিকে অগ্রসর হচ্ছিল। শহরটি মস্কোর দক্ষিণ-পশ্চিমে ৫৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

কুরস্ক অঞ্চলে আক্রমণের দিকে ইঙ্গিত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন বলেছেন, কিয়েভ সরকার একটি বড় প্ররোচনা শুরু করেছে।

রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানান, রুশ বাহিনী এক হাজার ইউক্রেনীয় সেনার আক্রমণ ঠেকিয়ে দিয়েছে এবং তাদের সীমান্তে ফেরত পাঠাবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি তাদের সীমানা রক্ষাকারী ইউনিট, সীমান্তরক্ষী এবং বিমান হামলা দ্বারা প্রতিরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে