গাজাজুড়ে হামলা অব্যাহত, প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত
প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইসরাইলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মঙ্গলবার আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এ ছাড়াও বৃহস্পতিবার গাজায় আরও দুই স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তথ্যসূত্র : আল-জাজিরা
ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আগের রাতে গাজা শহরের তুফ্ফাহ এলাকায় হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তাদের নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭০০ জনের বেশি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন অন্তত ১১০ জন। তাদের নিয়ে হামলায় এ পর্যন্ত ৯১ হাজার ৬৪৫ জন আহত হয়েছেন।
গাজার উত্তরাঞ্চলীয় সাবরা ও বেইত লাহিয়ায় বেসামরিকদের ঘরবাড়িকে লক্ষ্যবস্তু করেও হামলা চালিয়েছে ইসরাইল।
জাতিসংঘের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে সম্প্রতি হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুলস্নাহ কমান্ডার ফুয়াদ শুকরের হত্যাকান্ড এই অঞ্চলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করেছে।