ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মালি
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ মালি। গত মাসে আলজেরিয়ার সীমান্তের কাছে যুদ্ধে কিয়েভ ভূমিকা পালন করেছিল দাবি করে এই ঘোষণা দেওয়া হয়।
তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সংশ্লিষ্ট যোদ্ধাদের সঙ্গে কয়েকদিনের সংঘর্ষে রাশিয়ার ওয়াগনার গ্রম্নপের কয়েক ডজন মালিয়ান সেনা এবং ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসভ গত সপ্তাহে বলেছিলেন, বিদ্রোহীদের হামলা চালানোর জন্য 'প্রয়োজনীয় তথ্য' দেওয়া হয়েছিল। তথ্যসূত্র : বিবিসি