আমেরিকার ফ্লোরিডায় হারিকেন 'ডেবি'র আঘাত, নিহত ৫
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকার ফ্লোরিডা উপকূলে শক্তিশালী হারিকেন 'ডেবি' আঘাত হানার পর দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়ার আগেই বিভিন্ন ঘটনায় অন্তত পাঁচজনের মৃতু্য হয়েছে। আগামী কয়েকদিনে ডেবির প্রভাবে ভারী বৃষ্টির কারণে জর্জিয়া ও ক্যারোলাইনে ব্যাপক বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার 'ধীর গতিতে এগিয়ে যাওয়া' ঝড়টির প্রভাবে 'প্রবল বৃষ্টির' পূর্বাভাস দিয়ে প্রাণ-সংহারি' বন্যার হুমকি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে। তথ্যসূত্র : বিবিসি
ডেবি স্থানীয় সময় সোমবার সকালে এক মাত্রার ঝড় হিসেবে ফ্লোরিডার গাল্ফ কোস্টের বিগ বেন্ড অঞ্চল দিয়ে স্থলে উঠে আসে। আমেরিকার হারিকেন সেন্টারের উপ-পরিচালক জেমি রোম জানিয়েছেন, ঝড়ের ধীর গতি 'বিপর্যয়কর বন্যার' কারণ হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গেইন্সভেলের কাছে লেভি ক্যাউন্টির এক শহরে মোবাইল হোমের ওপর গাছ পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হন। টাম্পার কাছে হিলসবরোতে ঝড়ের মধ্যে ১৮ চাকার একটি লরি রাস্তা থেকে ছিটকে পাশের একটি খালে গিয়ে পড়ার পর এর চালককে মৃত অবস্থায় পাওয়া যায়। গেইন্সভেলের পশ্চিম পাশে ডিক্সি কাউন্টিতে রোববার রাতে গাড়ি দুর্ঘটনায় এক নারী ও ১২ বছরের এক শিশু নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিবেশী অঙ্গরাজ্য জর্জিয়ার দক্ষিণাঞ্চলের মৌলট্রিতে এক বাড়ির বারান্দায় বড় একটি গাছ পড়ে ১৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রল জানিয়েছে, ফ্লোরিডা কিস উপকূলে প্রবল ঝড়ের মধ্যে ঢেউয়ের তোড়ে ২৫টি কোকেনের প্যাকেট ভেসে এসেছে যেগুলোর মূল্য ১০ লাখ ডলারের বেশি। ফ্লোরিডায় সোমবার রাতে প্রায় দেড় লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদু্যৎবিহীন ছিল। জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনায় আরও ৩৬ হাজার বাড়ি বিদু্যৎবিহীন অবস্থায় রাত পার করেছে।
সোমবার হারিকেন ডেবি স্থলে উঠে আসার আগে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস অঙ্গরাজ্যটির ৬৭টি কাউন্টির মধ্যে ৬১টিতে জরুরি অবস্থা জারি করেন। পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূল ধরে এগিয়ে গিয়ে মঙ্গলবার জর্জিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল ও ক্যারোলাইনয় বৃষ্টি ঝড়াবে, এরপর বৃহস্পতিবার দক্ষিণ ক্যারোলাইনার উপকূলের কাছ দিয়ে স্থলভাগের ভেতর দিকে প্রবেশ করবে।