মিয়ানমারের সেনা কর্তাদের আটক করেছে বিদ্রোহীরা

প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
মিয়ানমারে চীনা সীমান্তের কাছে জান্তা সরকারের একটি প্রধান সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। সোমবার সামরিক মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, এর পরপরই প্রধান আঞ্চলিক ওই সেনা দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাদের আটক করেছে বিদ্রোহীরা। তথ্যসূত্র : রয়টার্স জাও মিন তুন আরও জানিয়েছেন, অবরুদ্ধ উত্তর-পূর্ব আঞ্চলিক কমান্ডের অসংখ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অক্ষম হয়েছেন তারা। 'টেলিগ্রাম' মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি অডিও বার্তায় তিনি বলেন, তাদের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের আটক করা হয়েছে। তাদের সেনারা পরিস্থিতি যাচাই করার জন্য কাজ করছে। গত ২৫ জুলাই বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) দাবি করে, লাশিও শহরের সামরিক ঘাঁটিটি দখল করেছে তারা। শনিবার ঘাঁটিটিতে তাদের সেনাসহ ছবিও পোস্ট করেছে তারা। তবে এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই শহর এবং এর আশপাশে তীব্র লড়াই চলছে। ২০২১ সালের ফেব্রম্নয়ারিতে এক সেনা অভু্যত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা গ্রহণ করে জান্তা সরকার। তারপর থেকেই সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে বিদ্রোহীরা।