সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্বত থেকে নেমে আসা এক হড়পা বানে জিজান প্রদেশে এক সেতুর একটি অংশ ভেঙে ভেসে গেছে, এ ঘটনায় অন্তত একজনের মৃতু্য হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম 'আল-এখবাড়িয়া' জানিয়েছে।
এখবাড়িয়ার দেখানো ছবিতে বন্যার ঢলে ভেসে যাওয়া দুটি গাড়ি দেখা গেছে। এর মধ্যে একটি গাড়ি সেতুর ভেঙে পড়া পিলারের নিচে চাপা পড়েছে।
লোহিত সাগরের বন্দর শহর জিজান থেকে দেশের ভেতরের দিকে যাওয়া মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ চৌরাস্তা সংলগ্ন সেতুটি ভেঙে পড়ে।
গত শনিবার সৌদি আরবের আবহাওয়া কেন্দ্র জিজানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে বলেছে, পার্বত্য অঞ্চলে বজ্রঝড় হতে পারে।
'আল-অ্যারাবিয়া নিউজ'র এক প্রতিবেদনে বলা হয়েছে, জিজান প্রদেশের আবহাওয়ার ধরন সম্পূর্ণ ভিন্ন। লোহিত সাগরের উপকূলের এই সংকীর্ণ ভূখন্ডটিতে সৌদি আরবের অন্যতম সবচেয়ে বেশি তাপমাত্রার অভিজ্ঞতা যেমন হয়, তেমনি প্রায় ১০ হাজার ফুট উচ্চতার পার্বত্য অঞ্চলে গ্রীষ্মে উলেস্নখযোগ্য বৃষ্টিপাত হয়, এখানকার আবহাওয়াও তুলনামূলক অনেক শীতল।
তথ্যসূত্র : এক্সপ্রেস ট্রিবিউন