রাশিয়ার সাবমেরিন ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপের একটি বন্দরে নোঙর করা সাবমেরিনটির নাম 'রোস্তভ-অন-ডন'। কিলো-শ্রেণির এই সাবমেরিনটি ২০১৪ সালে চালু করা হয়। তথ্যসূত্র : বিবিসি
ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার ক্রিমিয়া উপদ্বীপের বন্দর শহর সেভাস্তোপোলে ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার সাবমেরিনটি ডুবে যায়।
এই হামলায় ক্রিমিয়া উপদ্বীপটি রক্ষায় রাশিয়ার মোতায়েন করা চারটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন কিয়েভের কর্মকর্তারা।
তবে সাবমেরিন ডুবিয়ে দেওয়া নিয়ে ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি। ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, এর আগে চালানো এক হামলায় সাবমেরিনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি মেরামত করে রাশিয়া। সম্প্রতি সেভাস্তোপোলের কাছে সাবমেরিনটির কর্মক্ষমতা পরীক্ষা করা হচ্ছিল। সাবমেরিনটির দাম ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।