আমেরিকায় নির্বাচন
কমলার সঙ্গে বিতর্কে ভয় পাচ্ছেন ট্রাম্প :খোঁচা ডেমোক্রেটদের
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ভয় পেয়ে পালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এমনই খোঁচা দিয়েছে আমেরিকায় ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের প্রচার শিবির। তাদের দাবি, জর্জিয়ায় একটি প্রচারসভা করার কথা ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তার আগেই এক প্রেসিডেন্সিয়াল ডিবেটে (বিতর্ক) কমলার মুখোমুখি হওয়ার কথা তার। কিন্তু রিপাবলিকান নেতা আবেদন করেছেন, সেই বিতর্কটি বাতিল করা হোক। এরপরই তাকে কটাক্ষ করতে দেখা গেছে কমলা শিবিরকে। সব মিলিয়ে বাইডেন সরে যেতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যেন নতুন মাত্রা পেয়েছে। তথ্যসূত্র : রয়টার্স, পিটিআই
নিজের সোশ্যাল মিডিয়া 'ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, তিনি কমলার সঙ্গে 'ফক্স নিউজ নেটওয়ার্ক' আয়োজিত বিতর্কে বসতে রাজি। কিন্তু সেটা ৪ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর 'এবিসি' আয়োজিত হতে চলা বিতর্কে তিনি অংশ নিতে চাইছেন না। আটলান্টায় তার নির্বাচনী সভার আগেই ট্রাম্প এই পোস্ট করেছেন।
প্রসঙ্গত, নির্বাচনে বাইডেনের পরিবর্তে ডেমোক্রেটদের 'মুখ' হয়ে ওঠা কমলা হ্যারিস গত মঙ্গলবারই সেখানে নির্বাচনী সভা করে এসেছেন। প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন সেখানে। ট্রাম্প বলেছেন, ফক্স আয়োজিত বিতর্কে তিনি অংশ নেবেন এবং সেটি হবে পেনসিলভানিয়ায়। 'লাইভ' দর্শকদের সামনেই তারা নিজেদের মতামত দেবেন। আর তিনি এমন কথা বলার পরই তাকে কটাক্ষ করতে দেখা গেছে কমলা হ্যারিসের প্রচারের দায়িত্বে থাকা মিশেল টাইলারকে। তার কথায়, 'ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়েছেন। আর তাই চেষ্টা করছেন সেই বিতর্ক থেকে সরে আসার, যাতে অংশ নিতে তিনি আগেই প্রতিশ্রম্নতিবদ্ধ হয়েছেন। এখন দৌড়ে ফক্স নিউজের কাছে গিয়ে আর্জি জানাচ্ছেন।'
উলেস্নখ্য, ওবামার জন্মপরিচয় নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প তার রাজনৈতিক জীবনে বিতর্কের ঝড় তুলেছিলেন। সম্প্রতি আবারও তার সেই আচরণের পুনরাবৃত্তি করতে দেখা গেল। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের বর্ণপরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন এই রিপাবলিকান। এ ঘটনার পর তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ট্রাম্প বর্ণবাদী মন্তব্য করে সর্বশেষ ঝড় তোলেন গত বুধবার। সেদিন আমেরিকায় কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলনে 'রাজনৈতিকভাবে সুবিধা পেতে কমলা নিজেকে হঠাৎ কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিচ্ছেন' উলেস্নখ করে আক্রমণাত্মক বক্তব্য দেন ট্রাম্প। তার দাবি, কমলা আগে তার কৃষ্ণাঙ্গ পরিচয় সামনে আনতেন না।
এদিকে, কমলা হ্যারিসের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত নয়। তার নাম আগেই ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। গত সপ্তাহেই নিজের মনোনয়ন জমা দেন ভারতীয় বংশোদ্ভূত নেত্রী। তবে 'রানিং মেট' হলেও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সবুজ সংকেত এখনো পাননি কমলা। এমনিতে তার প্রার্থী হওয়া একরকম পাকা হয়ে গেছে। 'এক্স' হ্যান্ডলে একটি পোস্টে কমলা লিখেছেন, 'আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পদপ্রার্থী হতে পেরে আমি সম্মানিত। আগামী সপ্তাহে সরকারিভাবে আমি আমার মনোনয়ন গ্রহণ করব।' জানা গেছে, এরই মধ্যে ডেমোক্রেটদের অধিকাংশই তার পক্ষে ভোট দিয়েছেন। নূ্যনতম দুই হাজার ৩৫০ ভোট দরকার মনোনীত হতে গেলে। যা অনায়াসেই পাবেন কমলা। সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তারপরই ঘোষিত হবে কমলার নাম। চলতি মাসের শেষে শিকাগোতে ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশনে কমলার মনোনীত হওয়াকে উদযাপন করা হবে।