অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় হামাসের এক কমান্ডারসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার তুলকারেমে একটি গাড়িতে এই হামলা করা হয়। এতে হামাস নেতা শেখ হাইথাম বালিদিসহ বাকি চারজনের মৃতু্য হয়। হামাস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম 'সাফা' এ তথ্য দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা 'ওয়াফা' জানিয়েছে, নিহত বাকি চারজনের পরিচয় জানা যায়নি। তথ্যসূত্র : রয়টার্স
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, পশ্চিম তীরের তুলকারেম শহরের পাশে সশস্ত্র গোষ্ঠীর একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তারা।
সাফা জানিয়েছে, উত্তর তুলকারেমের আতিল ও জেইতা এলাকা সংযোগকারী সড়কে সশস্ত্র যোদ্ধাদের বহনকারী একটি গাড়িতে এই হামলা করা হয়। নিহতদের মধ্যে বালিদিও ছিলেন বলে জানিয়েছেন তুলকারেম সরকারি হাসপাতালের প্রধান ডা. আমিন খাদের।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে হিজবুলস্নাহ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম 'আল-মানার'ও চারজনের মৃতু্যর তথ্য প্রকাশ করেছে।
জাতিসংঘ জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে। তাছাড়া দখলদার বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন ৩৯ হাজার ৪৮০ ফিলিস্তিনি। হামলা চলছে অধিকৃত পশ্চিম তীরেও।