ডেমোক্রেট পার্টির মনোনয়ন পেলেন কমলা হ্যারিস

প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কমলা হ্যারিস
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য কমলা হ্যারিস প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন। আগামী ৫ নভেম্বরের নির্বাচনে তাকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। স্থানীয় সময় শুক্রবার দলটির 'ন্যাশনাল কমিটি চেয়ার' জেইমি হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ই-মেইলে ভোটগ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের এই পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। অবশ্য ভোটগ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে কমলা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনের চেয়ে বেশি ভোট পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি আরেকটি ইতিহাস গড়বেন। কারণ এই অবস্থানে তিনি হবেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান-আমেরিকান নারী। বর্তমানে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। ওই অনুষ্ঠানে কমলা হ্যারিসও ভার্চুয়ালি যোগ দেন। তিনি বলেন, তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিনিধিরা পছন্দ করার জন্য তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করবেন। এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনী বিতর্কে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 'ফক্স নিউজ' আয়োজিত এ বিতর্কটি অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। শুক্রবার দলীয় প্রতিনিধিদের ভোটে কমলা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোস্যালে' একটি পোস্ট করে কমলার সঙ্গে ডিবেটে (বিতর্ক) অংশ নেবেন বলে ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি বলেন, 'আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার কমলা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেব।' এর আগে জুন মাসে 'এবিসি নিউজ' জো বাইডেনের সঙ্গে এই ডিবেটের আয়োজন করেছিল। তবে তা বাতিল হয়ে গেছে। কারণ বাইডেন আর প্রেসিডেন্ট পদপ্রার্থী নন। হ্যারিসের বিরুদ্ধে প্রেসিডেন্ট বিতর্কটি পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত হবে। মডারেটর হিসেবে উপস্থিত থাকবেন ব্রেট বায়ের এবং মার্থা ম্যাককালাম। পোস্টে ট্রাম্প আরও বলেন, বিতর্কটি হলো ভর্তি দর্শকের সামনে হওয়া উচিত। এর আগের বিতর্কে কোনো দর্শক ছিল না বলেও উলেস্নখ করেছেন তিনি।