বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

উত্তেজনার মধ্যেই ইসরাইলে ফের রকেট হামলা হিজবুলস্নাহর

যাযাদি ডেস্ক
  ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
উত্তেজনার মধ্যেই ইসরাইলে ফের রকেট হামলা হিজবুলস্নাহর

জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যার পর ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহ। ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ ওই কমান্ডার নিহত হওয়ার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রকেট নিক্ষেপের এই ঘটনা ঘটল। তথ্যসূত্র : এএফপি

শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি অবশ্য গত প্রায় ১০ মাস ধরেই ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে।

হিজবুলস্নাহ বলেছে, তারা দক্ষিণ লেবাননে মারাত্মক ইসরাইলি হামলার 'প্রতিক্রিয়ায়' বৃহস্পতিবার উত্তর ইসরাইলে বহু সংখ্যক রকেট ছুড়েছে। চলতি সপ্তাহের শুরুতে ইসরাইল গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার শোকরকে হত্যা করার পর এটিই তাদের প্রথম হামলা।

ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, 'দক্ষিণাঞ্চলীয় শামা গ্রামে ইসরাইলি শত্রম্নর আক্রমণের প্রতিক্রিয়ায়... তারা ইসরাইলে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলি সেই হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়।'

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, রকেট নিক্ষেপের কিছুক্ষণ পরই বিমান বাহিনী 'হিজবুলস্নাহর লঞ্চারে আঘাত করেছে, মূলত সেখান থেকেই এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল'।

এর আগে বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় চার সিরিয়ান নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে