বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

জুলাইয়ে ৬০ হাজার ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার

যাযাদি ডেস্ক
  ০২ আগস্ট ২০২৪, ০০:০০
জুলাইয়ে ৬০ হাজার ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনাবাহিনী গত এক মাসে ইউক্রেনের ৬০ হাজার সেনা সদস্যকে হত্যা করেছে। প্রতিদিন গড়ে ইউক্রেনের দুই হাজার সেনা নিহত হয়েছে রাশিয়ার সেনা অভিযানে। তথ্যসূত্র : তাস

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনা অভিযানে চলতি বছরের জুলাইয়ের ১ থেকে ৫ তারিখের মধ্যে ৯ হাজার ৮৭৫ জন, ৬ থেকে ১২ তারিখের মধ্যে ১৪ হাজার ৭০ জন, ১৩ থেকে ১৯ তারিখের মধ্যে ১৩ হাজার ৭৫ জন এবং ২০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ২৩ হাজার ৬১০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

এর ফলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী কেবল জুলাই মাসেই রুশ সেনাদের হাতে প্রাণ হারিয়েছে ৬০ হাজার ৬৩০ জন ইউক্রেনীয় সেনা।

এদিকে, ইউক্রেন সম্প্রতি নেদারল্যান্ডসের কাছ থেকে ছয়টি 'এফ-সিক্সটিন' যুদ্ধবিমান পেয়েছে। শিগগিরই ডেনমার্ক তাদের এফ-সিক্সটিনের আরেকটি বহর হস্তান্তর করবে বলে জানা গেছে।

তবে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যতই সামরিক সহায়তা দিক, তাতে যুদ্ধ পরিস্থিতি বদলাবে না বলে জানিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে