কোমর কষে নামার বার্তা সোনিয়ার

প্রকাশ | ০১ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
চলতি বছরের শেষে ভারতের চার রাজ্যের বিধানসভা ভোটে ক্ষমতা দখলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে কংগ্রেস। বুধবার সকালে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে দলীয় সদস্যদের একজোট হয়ে কোমর কষে নামার বার্তা দিলেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, 'লোকসভা ভোটে সাফল্য এসেছে ঠিকই, কিন্তু সেজন্য তুষ্ট হলে চলবে না। অতিমাত্রায় আস্থাবান হওয়াও নয়। জয়ের লক্ষ্যে আমাদের সবাইকে একজোট হয়ে ঝাঁপাতে হবে।' কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন তার ভাষণে বলেন, 'কয়েক মাসের মধ্যেই চার রাজ্যের ভোট। লোকসভা ভোটের সাফল্য ধরে রাখতে পারলে আমাদের জয় অবশ্যম্ভাবী। লোকসভার ভোট আমাদের একটা গতি দিয়েছে। মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। সেই গতি ধরে রাখতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিপক্ষের মোকাবিলায় নামতে হবে।' সোনিয়া বলেন, 'লোকসভা ভোটের ট্রেন্ড যদি আমরা ধরে রাখতে পারি, আমরা যদি ভালো ফল করতে পারি, তাহলে নিশ্চিত যে জাতীয় রাজনীতির গতি-প্রকৃতি আমূল বদলে যাবে।' দলকে উজ্জীবিত করার পাশাপাশি সোনিয়া তার ভাষণে জোর দেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সার্বিক ব্যর্থতা ও জনবিরোধী নীতির ওপর। সোনিয়া বলেন, 'বাজেট সাধারণ মানুষকে আশাহত করেছে। মূল্যবৃদ্ধি কমানো ও বেকারত্ব দূর করার কোনো বাস্তববাদী উদ্যোগ বাজেটে দেখা যায়নি।