পর্যটক টানতে ভারতে রোড-শো মালদ্বীপের

প্রকাশ | ০১ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
মালদ্বীপের একটি পর্যটন এলাকা
মঙ্গলবার নয়াদিলিস্নতে ১ আগস্ট মুম্বাইয়ে এবং ৩ আগস্ট বেঙ্গালুরুতে তিনটি রোড-শো করার কথা ইব্রাহিমের। 'ওয়েলকাম ইন্ডিয়া' নামে ওই উদ্যোগের মূল উদ্দেশ্য মালদ্বীপ থেকে মুখ ফেরানো ভারতীয় পর্যটকদের আবারও মালদ্বীপমুখী করা। এই কৌশলগত প্রচারাভিযানটি মালদ্বীপ এবং ভারতের মধ্যে পর্যটন সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা বলে সরকারিভাবে জানানো হয়েছে। এর আগেও ভারতীয়দের কাছে মালদ্বীপ ভ্রমণের আর্জি জানিয়েছিলেন ইব্রাহিম। বলেছিলেন, 'অনুগ্রহ করে মালদ্বীপে বেড়াতে আসুন। আমাদের অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল।' কিন্তু কেন এমনভাবে পর্যটক টানতে ভারতে রোড-শো শুরু করতে হচ্ছে মালদ্বীপকে? চীনপন্থি বলে পরিচিত মহম্মদ মুইজ্জু গত নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসেন। তারপর থেকেই ভারতের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর প্রক্রিয়া শুরু করেন। গত বছরের শেষে লক্ষদ্বীপ সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক অনুষ্ঠানের পাশাপাশি কেন্দ্রশাসিত দ্বীপরাষ্ট্রের সমুদ্রসৈকতেও অনেকটা সময় কাটিয়ে এসেছিলেন তিনি। ফিরে এসে সেই সফরের স্মৃতিচারণাও করেন মোদি। সফরে কাটানো মুহূর্তের প্রচুর ছবিও তিনি সমাজমাধ্যমে পোস্ট করেন। এরপরই প্রধানমন্ত্রী এবং ভারতকে নিয়ে কুমন্তব্য করেন মুইজ্জু সরকারের তিন মন্ত্রী। অভিযোগ, মোদি ছবিগুলো সমাজমাধ্যমে পোস্ট করার পর মালদ্বীপ সরকারের তৎকালীন তিন মন্ত্রী সেই ছবিগুলো নিয়ে অপমানজনক মন্তব্য করেন। মোদিকে 'জোকার' এবং 'ইসরাইলের ক্রীড়নক' বলেও অপমান করা হয়। কটাক্ষ করা হয় ভারতীয় সংস্কৃতি নিয়েও। এরপরই বিতর্কের মুখে পড়েন ওই তিন মন্ত্রী এবং মালদ্বীপ সরকার। বিতর্কের মুখে পড়ে নিজেদের পোস্টগুলোও মুছে ফেলেন তারা। যদিও ততদিনে সেসব পোস্টের ছবি (স্ক্রিনশট) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চাপের মুখে ওই তিন মন্ত্রীকে সাসপেন্ড করে মুইজ্জুর সরকার। ভারতের সঙ্গে বিতর্কে জড়িয়ে বিপদ বাড়ে মালদ্বীপের। ভারতের দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরের ওপর অবস্থিত ছোট্ট যে দ্বীপরাষ্ট্র এতদিন ভারতীয়দের ভ্রমণের স্বপ্নরাজ্য ছিল, সেই মালদ্বীপকে বয়কটের ডাকও দেন ভারতীয়রা। 'বয়কট মালদ্বীপ'-এর আওয়াজ তুলেছিলেন ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে ক্রিকেট মহলের তাবড় তারকারা। যে তারকারা ছুটি কাটাতে মালদ্বীপে যাওয়ার জন্য মুখিয়ে থাকতেন, তারাও মালদ্বীপ সরকারের বিরুদ্ধে সরব হন। মালদ্বীপ না গিয়ে ভারতীয় দ্বীপপুঞ্জগুলোতে ছুটি কাটানোর আহ্বান জানান তারা। বছরখানেক আগেও বিলাসবহুল ভ্রমণের উদ্দেশে বিত্তশালী ভারতীয়দের ভিড় জমত মলদ্বীপে। ২০২১ এবং ২০২২ সালে প্রায় আড়াই-তিন লাখ ভারতীয় মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। সেই রীতিই রাতারাতি বদলে যায়। ভারতীয়দের মালদ্বীপ ভ্রমণ কমে যাওয়ায় দ্বীপরাষ্ট্রের পর্যটনে ভাটা পড়ে। মালদ্বীপের অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল হওয়ায় সে দেশের কোষাগারেও এর প্রভাব পড়ে। মালদ্বীপের পর্যটন মন্ত্রকের তথ্যে দেখা গিয়েছে, এই বছরের শুরুতে মালদ্বীপে যাওয়া ভারতীয় পর্যটকদের সংখ্যা গত বছরের তুলনায় ৪২ শতাংশ কমেছে।