'মার্চ ফর জাস্টিস' কী?

ইতিহাসের বিভিন্ন সময়ে ন্যায়বিচার ও দাবি আদায়ের লক্ষ্যে এই 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করা হয়েছে। তবে অস্ট্রেলিয়ায় আদিবাসী অধিকার এবং পদ্ধতিগত অবিচারের বিরুদ্ধে সংঘঠিত একটি আন্দোলন হচ্ছে 'মার্চ ফর জাস্টিস'। দেশটিতে আদিবাসী অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এই শব্দটি জোরালভাবে ব্যবহার করা হয়েছে

প্রকাশ | ০১ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বিগত ২০২১ সালে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেনসহ অস্ট্রেয়িার প্রধান শহরগুলোতে আদিবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করা হয়
মার্চ ফর জাস্টিস এমন একটি কর্মসূচি যা ন্যায়বিচার এবং সমতার পক্ষে কাজ করে। বিশেষ করে মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং আইনি সংস্কারের পক্ষে দাবি উত্থাপন ও তা আদায়ের জন্য নির্দেশ করে। ইতিহাসের বিভিন্ন সময়ে ন্যায়বিচার ও দাবি আদায়ের লক্ষ্যে এই 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করা হয়েছে। তবে অস্ট্রেলিয়ায় আদিবাসী অধিকার এবং পদ্ধতিগত অবিচারের বিরুদ্ধে সংঘঠিত একটি আন্দোলন হচ্ছে 'মার্চ ফর জাস্টিস'। দেশটিতে আদিবাসী অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এই শব্দটি জোরালভাবে ব্যবহার করা হয়েছে। যা ২০২১ সালে একটি তাৎপর্যপূর্ণ ইভেন্ট হিসেবে রূপ নেয়, যার লক্ষ্য ছিল নারীর প্রতি সহিংসতা, পদ্ধতিগত বর্ণবাদ এবং সংস্কারের প্রয়োজনীয়তার মতো সমস্যাগুলো মোকাবিলা করা। এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল যৌন হয়রানি এবং নির্যাতনের একাধিক ঘটনা ও অভিযোগের মধ্য দিয়ে। অস্ট্রেলিয়ায় নারীদের প্রতি সহিংসতার অবসানে এই আন্দোলন ব্যপাকভাবে সাড়া লাভ করে। আন্দোলনটি পুলিশের হাতে বা জেল হেফাজতে মারা যাওয়া বিপুলসংখ্যক আদিবাসী অস্ট্রেলিয়ানকে মোকাবিলার ও প্রতিরোধ করার একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করে। 'মার্চ ফর জাস্টিস' আইনি ব্যবস্থার মধ্যে আদিবাসী অস্ট্রেলিয়ানদের সঙ্গে কীভাবে আচরণ করা হয়, সে সম্পর্কে আরও বেশি জবাবদিহিতা এবং স্বচ্ছতার আহ্বান জানায়। যা অস্ট্রেলিয়ান সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উলেস্নখযোগ্য সমর্থন পায়। সে সময় বিক্ষোভকারীরা সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বৃহত্তর স্বচ্ছতা এবং জবাবদিহিতা, নারীর প্রতি সহিংসতার অবসান এবং উলেস্নখযোগ্য আইনি ও সামাজিক সংস্কারের আহ্বান জানায়। ২০২১ সালের মার্চে এই কর্মসূচিতে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেনসহ অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। এটি নারী অধিকারের আইনজীবী, আদিবাসী নেতা এবং সামাজিক ন্যায়বিচার গোষ্ঠীসহ কর্মীদের একটি বৈচিত্র্যময় জোট দ্বারা চিহ্নিত করা হয়েছিল। যদিও ২০২১ সালে 'মার্চ ফর জাস্টিস' বিস্তার লাভ করে, তবে এর আগেই মিছিল, সমাবেশ এবং বিক্ষোভ চলে। যা আদিবাসী অধিকারের ওপরও বেশি মনোযোগ দিয়ে ঐতিহাসিক কর্মসূচিতে রূপ নেয়। এই আগের আন্দোলনগুলো আদিবাসী এবং টরেস স্টেট দ্বীপবাসীদের অধিকার, ভূমি এবং ন্যায়বিচারের স্বীকৃতির দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ ছিল। সে সময়ে 'মার্চ ফর জাস্টিস' এই জটিল বিষয়গুলোর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কিছু নীতি পরিবর্তনের বিষয়ে আলোচনার দিকে পরিচালিত করে এবং অস্ট্রেলিয়ায় সামাজিক ন্যায়বিচার ও সমতা সম্পর্কিত জনমতকে প্রভাবিত করে। সর্বোপরি বিচারের জন্য মার্চ- ন্যায়বিচার, মানবাধিকার এবং পদ্ধতিগত সংস্কারের জন্য বিশ্বব্যাপী বৃহত্তর একটি আন্দোলন। বিভিন্ন দেশে একইভাবে প্রতিবাদ এবং সমর্থনের প্রচেষ্টা দেখা গেছে এই আন্দোলনের মাধ্যমে। যা অন্যায় মোকাবিলা এবং সমতা প্রচারের জন্য ব্যাপক আহ্বানকে প্রতিফলিত করে। 'বিচারের জন্য মার্চ' একটি গতিশীল এবং বিকশিত আন্দোলন। যা বর্তমান ঘটনা এবং এটি প্রতিনিধিত্ব কওে, এমন সম্প্রদায়ের চাহিদার প্রতি নির্ভর করে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে- ন্যায়সঙ্গত সমাজ গঠনে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। প্রসঙ্গত, বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি- কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এমতাবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালানো হচ্ছে। যা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে। আর এরই প্রতিবাদে ছাত্ররা তাদের নতুন কর্মসূচি 'মার্চ ফর জাস্টিস' পালন করেছে। সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।