রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে আরও শক্তিশালী করতে নতুন করে ২০ কোটি ডলারের সমরাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। নতুন ওই সমরাস্ত্রের প্যাকেজে কামানের গোলা ও অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হিমার্সও রয়েছে। তথ্যসূত্র : তাস
হোয়াইট হাউসে মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কারবি সোমবার সমরাস্ত্র দেওয়ার এ ঘোষণা দিয়েছেন। কারবি বলেন, ইউক্রেনকে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও হিমার্সসহ আরও ২০ কোটি ডলারের সমরাস্ত্র দিচ্ছে আমেরিকা।
এ ছাড়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন আলাদাভাবে আরও নিরাপত্তা সহযোগিতা করবে, যাতে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধে টিকে থাকতে পারে ইউক্রেন।
এর মধ্যে থাকছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপালস্নার ক্ষেপণাস্ত্র ও ট্যাংক বিধ্বংসী অস্ত্র। পেন্টাগনের পাঠানো আগের অস্ত্র চালানটি এখন ইউক্রেনের পথে রয়েছে।
মার্কিনিদের এই নতুন অস্ত্রের চালান পাঠানোর খবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন বলেছেন, এসব করে কেবল যুদ্ধ দীর্ঘায়িত করছে আমেরিকা। রাশিয়া দমে যাওয়ার পাত্র নয়। উপযুক্ত জবাব দেওয়া হবে।
এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভগামী যে কোনো অস্ত্রবাহী জাহাজ রাশিয়ার হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।