বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ভারতে যাত্রীবাহী ট্রেন লাইনচু্যত, নিহত ২

যাযাদি ডেস্ক
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
লাইনচু্যত ট্রেনের বগি

ভারতে আবারও ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে কলকাতার হাওড়া থেকে ছেড়ে যাওয়া মহারাষ্ট্রের মুম্বাইগামী একটি ট্রেনের প্রায় ১৮টি বগি লাইনচু্যত হয়ে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডে।

হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস স্থানীয় সময় ভোর ৪টার দিকে জামশেদপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বাদাবাম্বুর কাছে লাইনচু্যত হয়।

লাইনচু্যত হওয়া ১৮টি বগির মধ্যে ১৬টি বগিতেই যাত্রী ছিলেন। বাকি দুটি বগির মধ্যে একটি ট্রেনের বিদু্যৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার।

ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একটি মালবাহী ট্রেন লাইনচু্যত হয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ট্রেনটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এর আগে গত ১৮ জুলাই ভারতের উত্তরপ্রদেশের গন্ডা এলাকায় ট্রেন লাইনচু্যত হয়ে চারজন নিহত হয়। আহত হয় ২০ জন। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে