বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
উপত্যকায় আগ্রাসন

গাজার খান ইউনিস থেকে সরে গেছে ইসরাইলি সেনারা

ফিলিস্তিনের গাজাজুড়ে পোলিও মহামারি ঘোষণা
যাযাদি ডেস্ক
  ৩১ জুলাই ২০২৪, ০০:০০
গাজায় ইসরাইলি সেনা -ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস থেকে সরে গেছে দখলদার ইসরাইলের সেনারা। এক সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হঠাৎই স্থল হামলা শুরু করে তারা। টানা কয়েকদিন সেখানে ধ্বংসযজ্ঞ চালানোর পর সরে গেছে সেনারা। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, খান ইউনিসে ছিল ৯৮নং ডিভিশনের সেনারা। তাদের সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা, রয়টার্স

স্থল হামলা শুরুর আগে খান ইউনিসের কিছু নির্দিষ্ট এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এ নির্দেশনার কারণে নতুন করে আবারও এক লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচু্যত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে জাতিসংঘ।

দখলদার সেনারা সরে যাওয়ার পর খান ইউনিসের বাসিন্দারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। গাজার সাংবাদিকরা 'ইনস্টাগ্রামে' কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ হেঁটে আসছেন। যে সময় তারা পালিয়ে গিয়েছিলেন, সে সময় নিজেদের সঙ্গে কোনো কিছু নিয়ে যেতে পারেননি।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ। গাজায় প্রায় সব মানুষ কোনো না কোনো আত্মীয়কে হারিয়েছেন। যারা আহত ও নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরাইল ও হামাসের মধ্যে চলা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত শুক্রবার ইসরাইলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ শিশু নিহত হয়। এরপর লেবাননের হিজবুলস্নাহ ও ইসরাইলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।

গাজায় পোলিও মহামারি ঘোষণা

এদিকে, ফিলিস্তিনের গাজাজুড়ে পোলিও মহামারি ঘোষণা করেছে উপত্যকাটির হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। মারাত্মক এই ভাইরাসের বিস্তারের জন্য ইসরাইলের বিধ্বংসী সামরিক আক্রমণকে দায়ী করেছে মন্ত্রণালয়টি। গাজায় পোলিও টিকা পৌঁছাতে দ্রম্নত যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাবিস্নউএইচও)। সোমবার (২৯ জুলাই) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গাজায় নতুন করে এই মহামারিকে বিশ্বজুড়ে পোলিও নির্মূল কর্মসূচির ক্ষেত্রে বাধা হিসেবে অভিহিত করেছে হামাস চালিত এই স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক ও টনকে টন ময়লা অপসারণের জন্য ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে