সুদানের একটি গণতন্ত্রপন্থি গোষ্ঠী জানিয়েছে, পশ্চিম দারফুর অঞ্চলের আল-ফাশির শহরে আধাসামরিক বাহিনীর্ যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। তবে আরএসএফ এ হামলা চালানোর কথা অস্বীকার করেছে।
ফেসবুকে গণতন্ত্রপন্থি আল-ফাশির রেজিট্যান্স কমিটি জানায়, আরএসএফ শনিবার শহরের মার্কেট, হাসপাতাল ও অ্যাপার্টমেন্টগুলো লক্ষ্য করে কামান থেকে গোলাবর্ষণ করেছে। একটি হাসপাতালে হামলা চালাতে তারা ড্রোন ব্যবহার করেছে।
সুদানের গৃহযুদ্ধে দারফুর অঞ্চলের আল-ফাশির শহর এখনো দেশটির জাতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। এ অঞ্চলে সেনাবাহিনীর শেষ অবস্থান এটি। আরএসএফের সঙ্গে তাদের যুদ্ধে এই ফ্রন্টটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এখানে লড়াইয়ে কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করার পর ফের সহিংসতা বাড়ছে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি রেজিট্যান্স কমিটির। পরে তারা জানায়, এই হামলার ঘটনায় ৯৭ জন মানুষ নিহত অথবা আহত হয়েছেন।
আরএসএফ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, আল-ফাশিরে সেনাবাহিনী বা তাদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হয়নি।
সুদানের জাতীয় সেনাবাহিনীর সঙ্গে দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফের লড়াই চলছে। এই লড়াইয়ের কারণে দেশটিতে বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, এপ্রিলে আল-ফাশিরে লড়াই শুরু হওয়ার পর থেকে শহরটি থেকে তিন লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। তথ্যসূত্র : রয়টার্স