বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
এক দিনে দ্বিগুণ বিস্তার

নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ক্যালিফোর্নিয়ার দাবানল

যাযাদি ডেস্ক
  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
আগুন নিয়ন্ত্রণের সব চেষ্টা ব্যর্থ হয়েছে

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শনিবার সকাল পর্যন্ত এই দাবানলে প্রায় তিন লাখ ৫০ হাজার একর (এক লাখ ৪২ হাজার হেক্টর) এলাকা পুড়ে গেছে। দাবানল ২৪ ঘণ্টার মধ্যে দ্বিগুণেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। চলতি বছর এটিই আমেরিকার পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় দাবানল। তা ছাড়া এটিকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তথ্যসূত্র : বিবিসি, সিএনএন।

অঙ্গরাজ্যটির অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ার বলেছে, এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল। তাই স্বাভাবিকভাবেই দমকল বাহিনীকে পরিস্থিতি মোকাবিলা করতে বেগ পেতে হচ্ছে।

দাবানলের কারণে চার হাজারের বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ১৪৫ কিলোমিটার উত্তরে চিকো শহরের কাছে একটি বড় গ্রামীণ পাহাড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।

ক্যাল ফায়ার জানায়, এক ডজনের বেশি হেলিকপ্টার ও বেশ কয়েকটি বিমানসহ প্রায় আড়াই হাজার কর্মীর প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত দাবালনের নিয়ন্ত্রণ 'শূন্য শতাংশ'। একটি আপডেট বিবৃতিতে সংস্থাটি বলেছে, উঁচু ভূখন্ড ও বাতাসের কারণে দাবানল আক্রমণাত্মকভাবে ছড়িয়ে পড়ে। পাহাড়ের ঢাল ও অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগুনের চরম বিস্তার ঘটছে। যদিও এই অঞ্চলে শীতল আবহাওয়া ও উচ্চ আর্দ্রতা প্রত্যাশিত ছিল।

বুটে কাউন্টির চিকো এলাকার কাছে বুধবার আগুনের সূত্রপাত হয় ও কয়েক ঘণ্টার মধ্যে সেখানে ও পার্শ্ববর্তী তেহামা কাউন্টির বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সর্বশেষ আপডেটে দেখা গেছে, আগুনে ১৩৪টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দাবানলের ঘন ধূসর ধোঁয়ার একটি বিশাল কলাম তৈরি করেছে, যা নিকটবর্তী রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে। এদিকে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) একটি জ্বলন্ত গাড়িকে একটি খাদে ঠেলে ঢেলে দিয়ে আগুন লাগানোর সন্দেহে ৪২ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

প্যারাডাইস শহর থেকে মাত্র ১৫ মাইল দূরে অবস্থিত চিকো শহর। ২০১৮ সালের আগুনে প্যারাডাইস শহর ক্যালিফোর্নিয়ার সর্বকালের সবচেয়ে প্রাণঘাতী দাবানলে আক্রান্ত হয়। ওই দুর্যোগে ৮৫ জন প্রাণ হারিয়েছিলেন।

এবারের দাবানল বা ক্যালিফোর্নিয়ায় কথিত পার্ক ফায়ার ছড়িয়ে পড়ায় প্যারাডাইস শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতার অধীনে রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, মানুষের কর্মকান্ড দ্বারা সৃষ্ট আবহাওয়ার চরম পরিবর্তনের কারণে দাবানল ক্রমেই ছড়িয়ে পড়ছে।

আমেরিকার বিভিন্ন অংশে এখন অনেকগুলো দাবানল বিরাজ করছে। এগুলোর মধ্যে 'পার্ক ফায়ার' সবচেয়ে বড় দাবানলের রূপ নিয়েছে। এরই মধ্যে এসব দাবানলে ২০ লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে বলে দেশটির 'ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার' জানিয়েছে।

ওরেগন অঙ্গরাজ্যের বিভিন্ন অংশে বেশ কয়েকটি দাবানল সক্রিয় আছে। এগুলোর মধ্যে 'ডুরকি ফায়ার' সবচেয়ে বড়। এটি এরই মধ্যে অঙ্গরাজ্যের পূর্বাংশের দুই লাখ ৮৮ হাজার একরের বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার মার্কিন বন পরিষেবা এক বিবৃতিতে জানিয়েছে, ওরেগনের দক্ষিণ-পূর্বাঞ্চলের 'ফলস ফায়ার' দাবানলের কাছে দমকলের একটি এক-ইঞ্জিন ট্যাঙ্কার দুর্ঘটনায় এক দমকল কর্মীর মৃতু্য হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে