বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

মোদির হুঁশিয়ারির পরদিনই কাশ্মীরে নিহত ভারতীয় সেনা

যাযাদি ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
মোদির হুঁশিয়ারির পরদিনই কাশ্মীরে নিহত ভারতীয় সেনা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত ও আরও দু'জন আহত হয়েছেন। শনিবার কাশ্মীরের কুপওয়ারা জেলার পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটেছে। তথ্যসূত্র : এবিপি নিউজ

দেশটির সেনাবাহিনী বলেছে, সীমান্তে বন্দুকযুদ্ধে পাকিস্তানি এক নাগরিক নিহত ও দুই সেনা আহত হয়েছে। ভারতের নিরাপত্তা সূত্র বলেছেন, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের ফেব্রম্নয়ারিতে ভারত ও পাকিস্তানের সংঘাতের সময় একাধিক হামলায় এই টিম জড়িত ছিল।

ভারতের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এটা আগ্রাসী পদক্ষেপ এবং পরিষ্কারভাবে নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বৃদ্ধির চেষ্টা। ভারত 'কার্গিল বিজয় দিবস' উদযাপনের একদিন পর সীমান্ত এলাকায় ওই হামলার ঘটনা ঘটল। কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রত্যেকটি সন্ত্রাসমূলক চ্যালেঞ্জকে পরাজিত করবে ভারতীয় সেনাবাহিনী।

'এক্সে' দেওয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী বলেছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে তারা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য, নাকি সন্ত্রাসী, সেই বিষয়ে কিছু জানায়নি ভারতের সেনাবাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে