বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ইউক্রেনের সমরাস্ত্রের গোপন ডিপো ধ্বংস করল রুশ সেনারা

যাযাদি ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
ইউক্রেনের সমরাস্ত্রের গোপন ডিপো ধ্বংস করল রুশ সেনারা

ইউক্রেনে সমরাস্ত্রের একটি গোপন ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করা হয়েছে। তথ্যসূত্র : আরটি

সমরাস্ত্রের সেই ডিপোটি ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক জেলায়। ডিপোটিতে বিভিন্ন পালস্নার বিপুল সংখ্যক রকেট, রকেট লঞ্চার এবং বেশ কয়েক ডজন সাঁজোয়া যান, আমেরিকার পাঠানো রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিমার্স এবং পাঁচটি লিওপার্ড ট্যাংক ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ডিপোটি ধ্বংস করতে নিজেদের প্রযুক্তিতে তৈরি স্বল্পপালস্নার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার-এম ব্যবহার করেছে রুশ বাহিনী।

রাশিয়ার অস্ত্রভান্ডারে স্বল্পপালস্নার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, সেসবের মধ্যে ইস্কান্দার-এম সবচেয়ে বিধ্বংসী। ৭০০ কেজি বিস্ফোরক বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও দ্রম্নতগতিতে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এই অস্ত্রভান্ডার ধ্বংসের বিষয়ে ইউক্রেনের সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রাশিয়ার দাবি সত্যি হলে, এটি হবে অস্ত্রের অভাবে ধুঁকতে থাকা ইউক্রেনের জন্য বড় ধরনের বিপর্যয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে