বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

মুসলমানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্তের

যাযাদি ডেস্ক
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৭ জুলাই ২০২৪, ১২:১১
মুসলমানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্তের

ভারতের আসাম রাজ্যে মুসলমান জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। গত বুধবার ঝাড়খন্ডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'মুসলমান জনসংখ্যা আমার রাজ্যে ৪০ শতাংশে পৌঁছে গেছে। জনসংখ্যার ম্যাপে যে পরিবর্তন হচ্ছে তা একটি বড় ইসু্য।' তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

আসামের মুখ্যমন্ত্রীর দাবি, '১৯৫১ সালে আসামের মোট জনসংখ্যার ১২ শতাংশ ছিল মুসলমান। সেটা বাড়তে বাড়তে এখন ৪০ শতাংশে দাঁড়িয়েছে।' তিনি বলেন, 'এটা আমার কাছে কোনো রাজনৈতিক ইসু্য নয়। এটা জীবন-মৃতু্যর ব্যাপার।'

এ সময় তিনি হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খন্ড সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তোলেন। চলতি বছরেই ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, 'ঝাড়খন্ড হাইকোর্ট এ বিষয়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। জেএমএমের (ঝাড়খন্ড মুক্তি মোর্চা) স্পষ্ট করা উচিত, তাদের দল কেন সরকারে আছে, যখন তারা অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে পারছে না। আমি প্রতিদিন আসামে এই কাজটি করি।' আসামের মুখ্যমন্ত্রীর মুসলমানবিরোধী এই মন্তব্য ভারতে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে