উত্তর পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃতু্য হয়েছে। এ ছাড়া নিখোঁজ হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। মৌরিতানিয়ার রাজধানী নৌয়াকচটের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় নৌকাটিতে ৩০০ জন যাত্রী ছিলেন। আন্তর্জাতিক অভিবাসী-বিষয়ক সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, আনুমানিক ৩০০ জন যাত্রী গাম্বিয়া থেকে ওই নৌকাটিতে যাত্রা শুরু করেন। সাত দিন ওই নৌকায় পাড়ি দেওয়ার পর গত ২২ জুলাই এটি নৌয়াকচটের কাছে ডুবে যায়।
মৌরিতানিয়ার উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর ১২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারী সদস্যরা।
আইওএম জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া লোকজনের মধ্যে ১০ জনকে জরুরিভিত্তিতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা