গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও শতাধিক

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল। দখলদার দেশটির হামলায় গাজায় আরও ১২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। উদ্ধারকর্মীরা যেতে না পারায় অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। তথ্যসূত্র : আল-জাজিরা গাজার দক্ষিণ খান ইউনিসে ইসরাইলের হামলায় নতুন করে আরও ১২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের নিয়ে গত ৯ মাসের বেশি সময় ধরে চলা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৪৫ জনে। আহত হয়েছেন ৯০ হাজার ২৫৭ জন। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২শর মতো ইসরাইলি। ওইদিন দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে আসে সশস্ত্র ফিলিস্তিনিরা। এর প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু ইসরাইল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। ধ্বংস হওয়া বাড়ির নিচে ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন।