রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

মস্কোয় সিরিয়ার বাশারের সঙ্গে পুতিনের বৈঠক

যাযাদি ডেস্ক
  ২৬ জুলাই ২০২৪, ০০:০০
বাশার আল-আসাদ ও ভস্নাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন। ক্রেমলিনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে প্রেসিডেন্টের প্রেস সার্ভিস। ক্রেমলিন জানায়, বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকে পুতিন বাশারকে বলেন, 'এই অঞ্চলের সার্বিক পরিস্থিতির অগ্রগতি নিয়ে আপনার মতামত জানতে আমি খুবই আগ্রহী। দুঃখজনকভাবে, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এটি সরাসরি সিরিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।'

বাশার আল-আসাদ রুশ দোভাষীদের মাধ্যমে পুতিনকে বলেন, আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্বের সামগ্রিক ঘটনাবলি এবং বিশেষত ইউরেশিয়ান অঞ্চলে যা ঘটছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন।

তিনি আরও বলেছেন, 'আমাদের আজকের বৈঠক এই ঘটনাগুলোর অগ্রগতি, সম্ভাব্য ভবিষ্যৎ এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।' তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে