রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
বললেন বাইডেন

নতুন প্রজন্মকে নেতৃত্বের মশাল দিতে হবে

'মানুষই ইতিহাস লিখবেন, শুধু মনে রাখবেন, গণতন্ত্রকে বাঁচাতে হবে'
যাযাদি ডেস্ক
  ২৬ জুলাই ২০২৪, ০০:০০
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বুধবার ওভাল অফিসে প্রথমবারের মতো ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন -রয়টার্স

আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বুধবার প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ভাষণে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন কমলা হ্যারিসকে চান, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া সংক্ষিপ্ত ওই ভাষণে বাইডেন যেমন প্রেসিডেন্ট হিসেবে নিজের সাফল্যের কথা বলেছেন, তেমনই কমলা হ্যারিসেরও প্রশংসা করেছেন। বাইডেন বলেছেন, 'আমি কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অভিজ্ঞ, দক্ষ ও কড়া ধাঁচের মানুষ।' বাইডেন বলেছেন, 'কমলা আমার অসাধারণ সহযোগী ছিলেন এবং তিনি আমাদের দেশের একজন যোগ্য নেতা।' তথ্যসূত্র : বিবিসি, এএফপি, রয়টার্স

রেকর্ড করা ১১ মিনিটের ভাষণটি টেলিভিশনে প্রচারিত হয়। প্রার্থিতা প্রত্যাহারের পর ক্যামেরার সামনে এটিই তার প্রথম ভাষণ। বাইডেন জানিয়েছেন, 'আগামী নভেম্বরে মার্কিন ভোটদাতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তার আগে তাদের গণতন্ত্রের বিপদের কথাটা জানিয়ে দেওয়াটা জরুরি। আমেরিকার জন্য সবচেয়ে বড় বিষয় হলো, এখানে রাজা বা ডিক্টেটররা কখনো শাসন করেনি। মানুষ করেছে। মানুষই ইতিহাস লিখবেন। শুধু মনে রাখবেন, গণতন্ত্রকে বাঁচাতে হবে।' তিনি বলেছেন, 'ভোটদাতারাই ঠিক করবেন, তারা আগে যাবেন, নাকি পিছিয়ে যাবেন। তারা আশার দিকে যাবেন, নাকি ঘৃণাকে বেছে নেবেন। আমি গণতন্ত্রের পথে কোনো বিপদ আসতে দিতে চাই না বলে দ্বিতীয়বার প্রসিডেন্ট হওয়ার পথ থেকে সরে যাচ্ছি।'

প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে বলেন, 'প্রেসিডেন্ট হিসেবে কাজের বাকি সময়টা আমি কাজ করে যাব। যারা আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে, সেই কঠোর পরিশ্রমী পরিবারগুলোর আর্থিক বোঝা কমাবার চেষ্টা করব। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর কোনো আঘাত আসতে দেব না। আমি বারবার বলব, আমেরিকায় ঘৃণা ও চরমপন্থার কোনো স্থান নেই। আমি সুপ্রিম কোর্টের সংস্কারের কথা বলব। কারণ, এটা করা জরুরি।' মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, 'গাজায় যুদ্ধ যাতে বন্ধ হয়, আমি সেই চেষ্টা করে যাব। বন্দিরা যাতে মুক্তি পান, সেটাও নিশ্চিত করার চেষ্টা করব।'

ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বিতর্কে হতাশাজনক 'পারফরম্যান্সের' পর কয়েক সপ্তাহ ধরে চাপে ছিলেন তিনি। পরে নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা থেকে সরে আসেন এবং রোববার তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেন বাইডেন।

তিনি বলেছেন, কমলা হ্যারিস তার সমর্থক ডেমোক্রেট এবং দেশকে একত্রিত করবেন। এ সময় ৫৯ বছর বয়সি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে 'অভিজ্ঞ, কঠোর এবং সক্ষম' পার্টনার অভিহিত করেন তিনি।

অর্ধ শতাব্দীরও বেশি সময় সরকারি পদে থাকা বাইডেন বলেছেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি সামনে এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হলো নতুন প্রজন্মকে নেতৃত্বের মশাল দেওয়া। আমাদের দেশবাসীকে একত্রিত করার এটাই সবচেয়ে ভালো উপায়।' আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত আমেরিকার জনগণের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন বাইডেন।

বাইডেন বলেন, আগামী কয়েক মাস তিনি প্রেসিডেন্ট হিসেবে তার কাজে মনোনিবেশ করবেন। এর মধ্যে থাকবে জীবনযাপনের ব্যয় কমানো, অর্থনীতির প্রবৃদ্ধি, স্বাধীনতা রক্ষা, বিদ্বেষ ও চরমপন্থা মোকাবিলা এবং আগ্নেয়াস্ত্র থেকে শিশুদের রক্ষা করা। তিনি আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে ইউক্রেন দখল থেকে বিরত রাখতে ও ন্যাটোকে শক্তিশালী রাখতে এবং প্রশান্ত মহাসাগরীয় মিত্রদের ঐক্যবদ্ধ রাখতে জোটের উদ্যোগ চালিয়ে যাবেন।

মার্কিন প্রেসিডেন্ট উলেস্নখ করেছেন, যখন তিনি ২০২০ সালে হোয়াইট হাউসে যোগদান করেছিলেন, তখন প্রচলিত ধারণা ছিল যে, চীন আমেরিকাকে ছাড়িয়ে যাবে। কিন্তু এখন তা আর সত্যি নয়। বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধ শেষ করতে কাজ করবেন। তিনি বলেন, 'আমি গাজার যুদ্ধ শেষ করতে, সব জিম্মিদের ফিরিয়ে আনতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা আনতে এবং এই যুদ্ধ শেষ করতে কাজ চালিয়ে যাব।'

গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (৭৮) আনুষ্ঠানিকভাবে দলটির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়। এর তিন দিন পর রোববার নির্বাচনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বাইডেন। সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি সমর্থন জানানোরও ঘোষণা দেন।

এদিকে, বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতার দৌড়ে সামনে চলে এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জনমত জরিপগুলোয় রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে তাকে এগিয়ে থাকতেও দেখা গেছে।

তবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে 'উগ্র বামপন্থি' ও 'উন্মাদ' বলেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী প্রচারসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প।

আমেরিকার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, 'কমলা একজন উগ্র-বামপন্থি উন্মাদ। তিনি দেশকে ধ্বংস করে দেবেন। আমরা কোনোভাবেই এমনটা হতে দিতে পারি না। গর্ভপাতের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কমলার শক্তিশালী অবস্থানের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, কমলা ভ্রূণ হত্যাকে সমর্থন করেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে