রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ফের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেল সিঙ্গাপুর

যাযাদি ডেস্ক
  ২৫ জুলাই ২০২৪, ০০:০০
ফের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেল সিঙ্গাপুর

২০২৪ সালের জন্য নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। সেখানে ফের একবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেল সিঙ্গাপুর। বিশ্বের মোট ১৯৫টি স্থানে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের। বিশ্বের কটি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসানীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৯ বছর ধরে ২২৭টি দেশ ও অঞ্চলে বিচার করে এই তালিকা প্রকাশ করা হয়। সিঙ্গাপুরের পর যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচটি দেশ- ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, স্পেন। এই দেশগুলোর পাসপোর্টে ভিসা ছাড়াই ১৯২টি দেশে যাওয়া যায়। হেনলির সূচক অনুযায়ী বিগত ১০ বছর 'পাওয়ার হাউস' হিসেবে পরিচিত ছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পাসপোর্ট।

তবে বর্তমানে এ দুই দেশের পাসপোর্টের স্থান আগের তুলনায় পিছিয়ে পড়েছে। মার্কিন পাসপোর্ট বিশ্বের এক নম্বর শক্তিশালী পাসপোর্ট থেকে নেমে আটে এসেছে। অন্যদিকে ব্রিটিশ পাসপোর্ট এখন চতুর্থ স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে