পরিস্থিতি ব্যাখ্যা করতে ইউরোপ সফরে ইউক্রেনের সেনারা
প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রাশিয়ার সঙ্গে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানাতে ইউরোপের বিভিন্ন দেশ সফর করছেন ইউক্রেনের কয়েকজন সেনা কর্মকর্তা। তাদের অভিযাগ, রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে ভুয়া তথ্য ছড়াচ্ছে। সেই কারণে প্রবাসে অবস্থানকারীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তারা তৎপর হয়েছেন।
প্রচারের অংশ হিসেবে গত শনিবার তারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে পৌঁছান চার সেনা। সেখানে তারা ইউক্রেনের নাগরিকদের সঙ্গে কথা বলেন ও পরিস্থিতির ব্যাখ্যা করেন। তারা বলেন, 'আমরা এসেছি যুদ্ধের সঠিক পরিস্থিতি জানাতে। কারণ ইউরোপ আমাদের কণ্ঠস্বর।'
ভিতালি নামে এক সেনা জানান, রাশিয়া ইন্টারনেটে বিভিন্ন ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে। তারা বলছে, ইউক্রেনে গণহারে মানুষ মারা যাচ্ছে। সেখানে ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ভিতালির ভাষ্য, এমন তথ্য সঠিক নয়। তথ্যসূত্র : এএফপি