ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির সেনাবাহিনীর এক মেজরসহ চার সেনা নিহত হয়েছেন। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ঘটনাটি ঘটেছে।
কর্মকর্তাদের ভাষ্য, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাত প্রায় ৭টা ৪৫ মিনিটের দিকে ডোডার দেশা বনে যৌথ অভিযান শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস আর জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান বাহিনী।
সোমবার রাতে ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম 'এক্স'-এ এক পোস্টে বলে, রাত প্রায় ৯টার দিকে ব্যাপক গোলাগুলি শুরু হয়।
কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ২০ মিনিট স্থায়ী এই বন্দুক লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ অন্তত চার সেনা এবং পুলিশের এক সদস্য গুরুতর আহত হন। সংকটজনক অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে ওই চার সেনার মৃতু্য হয়।
নিহত মেজরের নাম ব্রিজেশ থাপা। তিনি রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস