পাকিস্তানে সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে আট সেনা সদস্য নিহত হয়েছেন। তবে দেশটির সামরিক বাহিনী এই হামলা নস্যাৎ করার দাবি করেছে। দেশটির খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বান্নু সেনানিবাসকে লক্ষ্য করে এই হামলা হয়। তথ্যসূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বান্নু সেনানিবাসকে লক্ষ্য করে ১০ সন্ত্রাসীর চালানো হামলায় আট সেনা নিহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, হামলাকারীরা সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে।
সন্ত্রাসীরা সেনানিবাসের প্রাচীরে ধাক্কা দেওয়ার মাধ্যমে বিস্ফোরক-বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। এ ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আট সেনা নিহত হন। আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানি সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের জবাব দিয়েছে। ফলস্বরূপ পরবর্তী অভিযানে ওই ১০ সন্ত্রাসীই নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'নিরাপত্তা বাহিনীর এই সময়োপযোগী এবং কার্যকর প্রতিক্রিয়া বড় বিপর্যয় ঠেকিয়ে দিয়েছে এবং মূল্যবান নিরপরাধ জীবন বাঁচিয়েছে। নিরাপত্তা বাহিনীর বীরত্বপূর্ণ এবং নিঃস্বার্থ এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের নিরলস সংকল্পের প্রমাণ।'